বার্তা পরিবেশক, অনলাইন::: রাজধানীর আব্দুল্লাহপুরে অভিযান চালিয়ে ১১৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে র্যাব-১। বুধবার আব্দুল্লাহপুর মাছ বাজারের সিএনজি ফিলিং স্টেশনের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয়েছে।
যাদের আটক করা হয়েছে তারা হলেন ইকবাল হোসেন (৩০) ও স্বপন মন্ডল (৩১)।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাদকের চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালানসহ দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল নিয়ে আসে। পরে ফেনসিডিলের চালানগুলো পণ্যবাহী গাড়ি বা ট্রাকে করে রাজধানীসহ সারাদেশে সরবরাহ করে আসছিল।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
দেশের খবর