১৪ বছর পর বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মো. নুরুল আমিনকে আহ্বায়ক এবং রফিকুল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু এবং সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল কমিটির অনুমোদন দেন।
১৪ বছর পর বিএনপির কমিটি হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
যুগ্ম আহ্বায়করা হলেন- আব্দুস সালাম রাঢ়ী, মো. মন্টু খান, মো. মিজানুর রহমান মিলু, মো. ওবায়দুল করিম তুহিন, মাহাবুবুল আলম বাবুল, মামুন সরদার গণি ও মো. কবির হোসেন।
সদস্যরা হলেন- মো. জিয়াউল ইসলাম সাবু, সিরাজুল ইসলাম মাস্টার, আনিসুর রহমান, মোকলেছুর রহমান কাজী, সাইদুর রহমান সোহেল, আলী আহম্মেদ মিয়া, আনোয়ার হোসেন মানিক, মো. মামুন অর রশিদ, ইয়াসিন সিকদার চুন্নু, আব্দুল জব্বার সিকদার, আলাউদ্দিন হাওলাদার, মো. ফজলুর রহমান সরদার, কাজী মো. ফিরোজ আলম, জাহিদুল ইসলাম আনোয়ার, মো. মাহামুদুল হাসান, আফজাল হোসেন তপু, মো. হুমাউন কবির ওয়াসিম, জলিল গোলদার, গোলাম মোস্তফা, হারুন অর রশিদ, হোসনেয়ারা বেগম, জাহানারা বেগম, হনুফা বেগম, সেতারা বেগম, কহিনুর বেগম ও ওবায়দুল রহমান বাদল।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুল বলেন, আহ্বায়ক কমিটি দুই মাসের মধ্যে সদর উপজেলার ১০ ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করবে। পরবর্তী সময়ে ইউনিয়ন কমিটিগুলো ওয়ার্ড কমিটি গঠন করবে। এরপর ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের ভোটে সদর উপজেলর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
বরিশালের খবর, বিভাগের খবর