বার্তা পরিবেশক, অনলাইন::: ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা এলাকা থেকে ১৮৪৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ এর একটি বিশেষ আভিযানিক দল। এ সময় আটককৃতদের নিকট হতে টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব ১, ক্রাইম প্রিভেনশন কম্পানি ১ পরিচালিত অভিযানে আটককৃতরা হলো মোহাম্মদ হোসেন ওরফে ভুট্টু (৪৯) ও মো. জাহেদ (৩২)। তাদের বাড়ি যথাক্রমে কক্সবাজার ও চট্টগ্রাম জেলায়। র্যাব ১ এর অধিনায়ক কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতদের বরাত দিয়ে র্যাব ১ এর সিও বলেন, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকায় নদীপথে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসে। পরবর্তীতে ইয়াবার চালানগুলো বিভিন্ন পরিবহনে করে রাজধানী ঢাকাসহ সারা দেশে মাদক কারবারিদের নিকট সরবরাহ করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাব ১ সিও।
দেশের খবর