বরিশাল সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডস্থ নতুন বাজার এলাকার আয়োজনে “নৌ-ভ্রমন ও পিকনিক-২০২০” অনুষ্ঠিত হয়ছে। ৩রা জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় “এম.ভি সম্পা” নগরের লঞ্চ টার্মিনাল থেকে মজু চৌধুরী হাট উদ্দেশ্যে রওনা হয়ে যায়
“নৌ-ভ্রমন ও পিকনিক-২০২০” র্যাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
র্যাফেল ড্র’র পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করেন ১৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বাচ্চু, নিলু, অরুণ, বাবু, সুবল সহ পিকনিক কমিটির নেতৃবৃন্দরা।
বরিশালের খবর, বিভাগের খবর