আগামী ২০২৫ সালের মধ্যে বিশ্বের অন্যতম ৩৫ তম অর্থনৈতি সমৃদ্ধিশালী দেশ হবে বাংলাদেশ। বর্তমানে দেশের সাধারণ মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। এখন আর বাংলাদেশ পর নির্ভরশীল নয়। যার প্রমাণ নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। বিএনপি জামায়াত দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে দেশে জঙ্গিবাদ নৈরাজ্যের সৃষ্টি করছে। তিনি আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসন আমলে তার পুত্র তারেক রহমান অবৈধভাবে উপার্জিত ২১২ কোটি বিদেশে পাচার করেছেন। তাই দুর্নীতির বিরুদ্ধে কথা বললে আইনি নোটিশের রেওয়াজ চালু হয়েছে।
রোববার সকাল ১১টায় বাবুগঞ্জস্থ খানপুর রাশেদ খান মেনন মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জেলা ওয়ার্কার্স পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সস্পাদক অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে ও বরিশাল- ৩ আসনের সংসদ সদস্য অ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন।
কর্মী সভায় এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক সমিতির নেতা কমরেড বজলুর রহমান মাস্টার, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড বিশ্বজিৎ বাড়ৈ, কেন্দ্রীয় নেতা কমরেড আব্দুল খালেক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক টিএম শাহজাহান তালুকদার, কেন্দ্রীয় যুব মৈত্রীর সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড জাকির হোসেন, জেলা যুব মৈত্রীর সভাপতি ফারাহীন বালী, রহমতপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহামুদ, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান সবুজ, কৃষক সমিতির উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সুজন আহমেদ প্রমুখ।
এর আগে মন্ত্রী সকাল ৯ টায় বাবুগঞ্জ উপজেলার শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় ও সারে ৯ টায় সরকারী বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক ব্দ্যিালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।’
শিরোনামবরিশালের খবর