বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ০৫ জানুয়ারি ২০২০
বার্তা পরিবেশক, অনলাইন:: কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের রমনপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে জুয়েল সরকারের বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু হরনাথ দাস তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ধনপুর নৌ পুলিশ ফাড়ির আইসি মো. মেহেদী হাসান, ইউপি সদস্য সন্ধিপ দাস, ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি দীপক গোপ প্রমুখ।
ইটনা নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান জানান, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে জুয়েল সরকারের বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ১২ ব্যক্তির বসতঘর, রান্নাঘরসহ ২০টি ঘর পুড়ে যায়।
এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রাণালয়কে জানানো হয়েছে।