বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ০৭ সেপ্টেম্বর ২০১৬
সুন্দরবনের দস্যু শান্ত ও আলম বাহিনীর প্রধানসহ তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ র্যাবের কাছে আত্মসমর্পণ করবে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর বরিশাল সদর দফতরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করার কথা রয়েছে তাদের।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান এ তথ্য জানান।
তিনি জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দস্যু শান্ত ও আলম বাহিনীর প্রধানসহ দস্যুরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল র্যাব-৮ এর সদর দফতরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ উপস্থিত থাকবেন।