সন্দেহভাজন এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। পুলিশের ধারণা তাকে তাড়া করার সময়েই তিনি মাদকের একটি প্যাকেট খেয়ে নিয়েছেন। এরপর পুলিশ তাকে আটক করে রেখেছে। অপেক্ষা কখন সে মলত্যাগ করবে!
পুলিশের ধারণা তার মলের সঙ্গেই বেরিয়ে আসবে সেই মাদকের প্যাকেটটি। কিন্তু তিনি কিছুতেই মলত্যাগ করছেন না। এভাবে কেটে গেছে একে একে ৩৭ দিন।
এদিকে ল্যামার চ্যামবার্স নামে ২৪ বছর বয়সী সেই সন্দেহভাজন ব্যক্তির জন্য দুজন পুলিশ অফিসার ২৪ ঘণ্টা নিয়োজিত রয়েছেন। ফলে বিষয়টিও তাদের জন্য বিব্রতকর হয়ে উঠেছে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের এসেক্সে। আদালতের অনুমতি নিয়েই সে ব্যক্তিকে আটক করে রেখেছে পুলিশ। তার ড্রাগ বহনের কোনো প্রমাণ নেই পুলিশের কাছে। ফলে দীর্ঘদিন আটকে রাখাও আইনগতভাবে জটিল। তবে তার মলের সঙ্গে যদি সেই ড্রাগের প্যাকেট পাওয়া যায় তাহলেই বিষয়টি প্রমাণিত হবে।
দীর্ঘ ৩৭ দিন ধরে মলত্যাগ না করায় সে ব্যক্তির স্বাস্থ্যও মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে আদালতকে জানানো হয়েছে। এদিকে এক্সরে করতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। ফলে তিনি এখন মৃত্যুঝুঁকিতে রয়েছেন বলে আদালতকে জানিয়েছে পুলিশ।
এদিকে তার আইনজীবীও আদালতে তার মুক্তির জন্য আবেদন করেছেন। কোনো প্রমাণ ছাড়াই পুলিশ তাকে দীর্ঘদিন আটকে রেখেছে বলে অভিযোগ তার।
এদিকে তিনি মলত্যাগ না করা পর্যন্ত পুলিশ কিছুই প্রমাণ করতে পারছে না। ফলে তার মলত্যাগের অপেক্ষাতেই থাকতে হচ্ছে সবাইকে।
সূত্র : ইনডিপেনডেন্ট
বিশেষ খবর