বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:৫৭ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০১৬
১৯৭৬ সাল থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত ৫৯৫টি নৌ দুর্ঘটনা ঘটেছে। এতে ৪ হাজার ৬৭১ জনের প্রাণহানি ঘটে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে প্রশ্নোত্তরকালে আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ আউয়ালের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের অনুপস্থিতে তার পক্ষে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সংসদে প্রশ্নের জবাব দেন।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী ১৯৭৬ সাল থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত ৫৯৫টি নৌ-দুর্ঘটনায় ৪ হাজার ৬৭১ জনের প্রাণহানির পাশাপাশি ৫১০ জন আহত হন। এছাড়া ৪৬৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।
এরমধ্যে ২০০৩ সালের সর্বাধিক মানুষের প্রাণহানি ঘটে। তখন ৩১টি নৌ-দুর্ঘটনায় ৪৬৪ জন মানুষের মৃত্যু হয়। এছাড়া ১৯৮৬ সালে ১১টি নৌ-দুর্ঘটনায় ৪২৬ জনের মৃত্যু ঘটে, ১৯৯৪ সালে ২৭ টি নৌ-দুর্ঘটনায় ৩০৩ জনের মৃত্যু ঘটে, ২০০০ সালে ০৯টি নৌ-দুর্ঘটনায় ৩৫৩ জন, ২০০৫ সালে ২৮টি দুর্ঘটনা ঘটে এতে ২৪৮ জনের প্রাণহানি ঘটে। এছাড়া ২০০৯ সালে ৩৪টি নৌ-দুর্ঘটনায় ২৬০ জনের প্রাণহানি ঘটে।