৪ কোটি টাকার নিষিদ্ধ জাল আগুন পুড়িয়ে ধ্বংস, জরিমানা
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে ৯ লক্ষ ৫০ হাজার মিটার বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার বিকালে পৌর শহরের জ্যাকব এ্যাভেনিউ রোডের তিনটি দোকান ও একটি গুদাম থেকে এ জাল জব্দ করা হয়।
পরে এসব জাল উপজেলা মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব অবৈধ জালের বাজার মূল্য ৩ কোটি ৬৬ লক্ষ ৫০ হাজার টাকা।এসময় ভুল তথ্য প্রদানের দায়ে মেসার্স হক স্টোর নামের একটি জালের দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্য দুই দোকান ও একটি গুদামের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে.এম. শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-নোমানের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিভাগের খবর, ভোলা