ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত এবং সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ করে দিতে হবে। তা না করে ৫ জানুয়ারি মতো যেনতেন নির্বাচন করতে চাইলে তা জনতা রুখে দাঁড়াবে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর কোর্টপয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দেয়ারও দাবি জানান।
ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতী মো. ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, সিলেট বিভাগীয় সমন্বয়কারী অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খান ও ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ প্রমুখ।
শিরোনামরাজনীতির খবর