মুক্তিপণের দাবিতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের ১ নম্বর বিয়ালা কয়ালা এলাকা থেকে দস্যুরা ৬০ জেলেকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। ৩০ নভেম্বর দস্যু আলিম বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে মুক্তিপণ দিয়ে ফিরে আসা এক জেলে।
অপহৃতদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাকুড়িয়া গ্রামের চন্দলাল দাশ, একই গ্রামের হরিচন্দ্র দাশ, পটুয়াখালী জেলার কলাপাড়ার দন্তলাল দাশ ও আলম মিয়ার নাম জানা গেছে।
রোববার (০৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলে সন্দুলাল দাশ জানান, তার ৫ সঙ্গীসহ ৬০ জেলেকে দস্যু আলিম বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তুলে নিয়ে গেছে। তাদের বাড়ি চট্টগ্রাম ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলায়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মাকসুদুল আলম জানান, জেলেদের অপহরণের ঘটনা স্থানীয়দের কাছ থেকে শুনে তারা খোঁজ খবর নিচ্ছেন।
টাইমস স্পেশাল, পটুয়াখালি