২ ঘণ্টা আগের আপডেট রাত ১০:১১ ; বুধবার ; মার্চ ২৯, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

৬২ হাজার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

বরিশালটাইমস রিপোর্ট
১২:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬

বিগত ১২ বছরে প্রায় ৬২ হাজার মাদক ব্যবসায়ীকে র‌্যাব গ্রেফতার করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ ও মাদকবিরোধী এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘৬২ হাজার মাদক ব্যবসায়ীকে শুধুমাত্র র‌্যাবই গ্রেফতার করেছে। বিজিবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও অনেককে গ্রেফতার করেছে। লক্ষাধিক ব্যবসায়ী গ্রেফতার করেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাইনি। এজন্য গণ প্রতিরোধ গড়া ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয়।’
বাংলাদেশের সীমান্ত এলাকায় মাদকের ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে বেনজীর বলেন, ‘সীমান্ত এলাকার একটা বড় জনগোষ্ঠী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সহজ মুনাফার জন্য সীমান্ত এলাকায় যারা অন্যায় কাজে জড়িত আছেন, তাদের স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যাক্তি সবাই মিলে একত্রিত হয়ে বোঝাতে হবে। এ পথ থেকে তাদের সরিয়ে আনতে হবে।’

‘তামাক, মাদক ও সন্ত্রাসবিরোধী জোট: ক্যাট’ আয়োজিত ‘জঙ্গিবাদ এবং মাদকবিরোধী আলোচনা সভা ও কবিতা পাঠ’ অনুষ্ঠানের শুরুতে ড. এমএ ওয়াজেদ মিয়া প্রতিষ্ঠিত সাধনা সংসদ ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.sadhanasangshadfoundation.com) উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল। তিনিও মাদক ও জঙ্গিবাদ দমনে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধনা সংসদ ফাউন্ডেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাকসুদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র স্বরাষ্ট্রসচিব ড. মো. মোজাম্মেল হক খান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহামেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

জাতীয় খবর

আপনার মমত লিখুন :

 

ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরিশালে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, পুলিশ সদস্য জেলে  ঝালকাঠিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে!  ‘আপা’ বলতেই ক্ষেপে গেলেন চিকিৎসক!  ব্রয়লার ২২০ টাকা: বেড়েছে সোনালি-লেয়ার মুরগির দাম  সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান  প্রথম আলোর সেই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা  সুরা ইখলাস অর্থসহ উচ্চারণ এবং বিশেষ মর্যাদা ও ফজিলত  বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বসতঘর ভাঙচুর