১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০২১

আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে, রাতে ঢাকাসহ ছয় বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হওয়ার আভাস নেই।

শুক্রবার রাতে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি জানান, গত কয়েকদিনের তুলনায় আজ রাতে বৃষ্টির পরিমাণ কম হতে পারে। এছাড়া দেশের অধিকাংশ স্থানের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন