বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:৫০ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর ২০১৯
বার্তা পরিবেশক, অনলাইন::: অভিযোগ প্রত্যাহার না করলে ৭০০ শিক্ষার্থীর কার কত ক্ষমতা দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হক শাহীন। তিনি দীর্ঘদিন যাবৎ কৃষি বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
সর্বশেষ শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে তিনি কৃষি বিভাগের এক শিক্ষার্থীকে হুমকি প্রদান করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে নাজমুল হক শাহীন এবং ওই শিক্ষার্থীর মাঝে কথোপকথনের একটি অডিও রেকর্ডের ক্লিপ এই প্রতিবেদকের কাছে রয়েছে।
অডিও রেকর্ড থেকে জানা যায়, ওই শিক্ষার্থীর উদ্দেশে শিক্ষক নাজমুল হক শাহীন বলেছেন, ‘আমি তোমার বাবাকে ফোন দিয়ে জানতে চাইবো তার ক্ষমতা আছে কিনা তোমাকে রক্ষা করার। আর কৃষি বিভাগের ৭০০ শিক্ষার্থীরই কার কত ক্ষমতা আছে সেটিও আমি দেখবো।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ‘নাজমুল হক শাহীন সাবেক উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এবং খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন ধরনের হুমকি প্রদান করতে থাকেন। তার এসকল হুমকির কারণে আন্দোলন পরবর্তী সময়ে আমরা ৭০০ শিক্ষার্থী সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে তার ক্লাস বর্জন করি এবং রেজিস্ট্রার বরাবর তার বিরুদ্ধে একটি অভিযোগপত্র দেই। বর্তমানে তিনি এই অভিযোগপত্র প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছেন এবং ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি তিনি এটিও বলেছেন যে, তিনি নতুন উপাচার্য আাসার অপেক্ষায় আছেন। নতুন উপাচার্য আসলে শিক্ষার্থীদের কার কত ক্ষমতা দেখে নিবেন।’
এদিকে শিক্ষার্থীদের হুমকি প্রদানের অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল হক শাহীন। কল রেকর্ডের বিষয়ে তিনি জানান, ‘তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, আমি টানা তিনমাস যাবৎ তাদের অনুরোধ করেছি অভিযোগ প্রত্যাহারের বিষয়ে কিন্তু তারা অভিযোগ প্রত্যাহার করেনি। এ কারণে আমি তাদের অভিভাবকের সাথে কথা বলতে চেয়েছি। আর তাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাদেরতো শাস্তির মুখোমুখি হতে হবে সেই বিষয়টি বিবেচনা করার কথা বলেছি।’