বরিশাল: বরিশাল নগরীর চিহ্নিত সন্ত্রাসী শেখ সাইদ আহম্মেদ মান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির অভিযোগে দায়ের করা একটি মামলা তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলার বাদী বরিশাল নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ‘হোটেল এরিনা’ ও অভিজাত রেস্তোঁরা ‘হান্ডি কড়াই’র সত্ত্বাধিকারী মো. শফিকুল আলম গুলজার।
গ্রেফতারের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহ্ মো. আওলাদ।’
পুলিশ জানায়- সম্প্রতি ‘হান্ডি কড়াই’ নামে একটি অগ্রহনযোগ্য মন্তব্য লিখে তার ফেসবুকে পোস্ট করে শেখ সাইদ আহম্মেদ মান্না। এমনকি সেই পোস্টটি বরিশাল জেলা প্রশাসন পরিচালিত ‘সমস্যা ও সম্ভবনা’ নামক পেইজেও শেয়ার করে সে।
সেই পোস্ট নির্ভর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার অভিযান চালিয়ে রেস্তোঁরাটি বন্ধ করে দেন। পাশাপাশি নানা অভিযোগে সর্বমোট আড়াই লাখ টাকা জরিমানাও করেন।’
সেই ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. শফিকুল আলম গুলজার তথ্যপ্রযুক্তির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’
পুলিশ জানিয়েছে- এই মামলায় আসামি শেখ সাইদ আহম্মেদ মান্নাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হতে পারে।
অভিযোগ রয়েছে- শেখ সাইদ আহম্মেদ মান্না বিগত ৯৬’র আওয়ামী লীগের শাসনামলে বরিশাল নগরীতে ব্যাপক ত্রাস চালায়। কিন্তু সম্প্রতি সে মিডিয়ার অন্তরালে এসে নিজেকে সাংবাদিক দাবি করে।’
টাইমস স্পেশাল, বরিশালের খবর