১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

অবশেষে ভারত থেকে আসছে ২৫ হাজার টন পেঁয়াজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪১ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: অবশেষে বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারত। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং ডায়রেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক যৌথ সভায় শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের আন্তরিক প্রচেষ্টায় ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সূত্রটি জানায়, গত ১৪ সেপ্টেম্বর ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডায়রেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ভারত থেকে সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ করার আদেশ সম্বলিত সার্কুলার জারি করেছিল। এতে করে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে যায়। বাংলাদেশ সরকারকে আগেভাগে না জানিয়ে হঠাৎ রফতানি বন্ধ করায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনে চিঠি দেয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ইতিপূর্বে বলেছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন