১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

অভিনেতা সাদেক বাচ্চু লাইফ সাপোর্টে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার হৃদযন্ত্রের ৮০ শতাংশই কাজ করছে না। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। সাদেক বাচ্চুর চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, শ্বাসকষ্ট দেখা দিলে গত ৬ সেপ্টেম্বর সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি ছিল তার করোনা উপসর্গও। এ কারণে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে জানা যায়, তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সাদেক বাচ্চুর মেয়ে মেহজাবীন সাংবাদিকদের বলেন, ‘বাবার করোনা পজিটিভ এসেছে। গেল কয়েকদিনে তার শ্বাসকষ্ট আরও বেড়েছে।’

সাদেক বাচ্চু পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি ও সিনেমায় বিচরণ করেছেন। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এই পরিচয়েই দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে গুণী এই অভিনেতার। এছাড়াও বিভিন্ন চরিত্রে তিনি তার দক্ষতার প্রমাণ দিয়েছেন।

নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।

সাদেক বাচ্চুর আসল নাম মাহবুব আহমেদ সাদেক। চাঁদপুরে দেশের বাড়ি হলেও তার জন্ম রাজধানীতে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন