২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

অসহায় শিশুর চোখের ছানি অপারেশন করালেন পুলিশ সুপার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ০২ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি::  ঝালকাঠিতে অসহায় একটি পরিবারের তিন বছর বয়সি এক শিশু সন্তানের চোখের ছানি অপারেশনের ব্যায়ভার বহন করেছেন মানবিক পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
জানা গেছে, ঝালকাঠি শহরের বসুন্ধরা রোড এলাকার আব্দুল লতিফ হাওলাদারের তিন বছরের শিশুপুত্র তানবিনের দুটি চোখে ছানি পড়ে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল সে। অর্থাভাবে অপারেশ করাতে পারছিলনা শিশু তানবিনের পরিবার। পরে তানবিনের বাবা আব্দুল লতিফ তার সনতানের এ বিষয়টি ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে জানালে তিনি অসুস্থ শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন।
গত ২১ জানুয়ারি ঢাকার ইস্পাহানি চক্ষু হাসপাতালে শিশু তানবিনের চোখেরর ছানি অপারেশন করা হয়। এর পর থেকে সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।
উল্লেখ্য, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঝালকাঠিতে যোগদানের পর থেকেই জেলার অসহায় অনেক মানুষকে সহায়তা করে একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে পিরিচিতি লাভ করেছেন।
5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন