২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

আওয়ামী লীগ সরকার খুন-গুমের রাজনীতি করছে: চরমোনাই পির

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২১ অপরাহ্ণ, ০২ জুলাই ২০২২

আওয়ামী লীগ সরকার খুন-গুমের রাজনীতি করছে: চরমোনাই পির

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: আওয়ামী লীগ সরকার অতিমাত্রায় ভারতপ্রেমী হওয়ায় দেশটির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারছে না। সে কারণে ভারতের পানি আগ্রাসন ও সীমান্তে বাংলাদেশীদের হত্যার কোনো কার্যকরি পদক্ষেপ নিতেও পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সরকার যদি ভারতপ্রীতি না ছাড়ে, নিজেদের দাবি আদায়ে দৃঢ় না হন তবে সামনের দিনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার বিকেলে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদসহ ১৫ দাবি আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে গণমিছিলের আগের জমায়েত করে দলটি। সেখানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘আমাদের তিন মাসের কর্মসূচির আজকে শেষ বিক্ষোভ। ঈদের পরে আপনারা যদি আমাদের দাবি কবুল না করেন, যদি সরকারের কানের তুলা না খোলে, আমরা তুলা খোলার জন্য পরামর্শ ভিত্তিক কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।’

চরমোনাই পির বলেন, ‘ভারতে বিজেপি নেত্রী রাসূল (সা:) এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা:) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও আমাদের সরকার ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে পারেনি। তাদের কাছে নবীর ভালোবাসার চেয়েও ভারতের ভালোবাসা বেশি।’

তিনি বলেন- ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীকে কেন্দ্র করে আমাদের সভ্যতা সৃষ্টি হয়েছে। শত-শত নদীর গতিপথ ধরে বিকশিত হয়েছে জীবন, গড়ে উঠেছে জীবিকা প্রবাহ। অথচ দেশের সরকারগুলোর ভুল নীতি, ভারতীয় পানি আগ্রাসন ও নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশটাকে মরুভূমি বানিয়ে ফেলেছে। বন্যায় সয়লাব করে জীবন-জীবিকা ধ্বংস করছে।

‘দেশে ২৪ হাজার কিলিমিটার নৌপথ ছিল, এখন ৪ হাজারে নেমে এসেছে। স্বাধীনতার পর শুকিয়ে গেছে ১৫৮টি নদী।’

ভারতের সঙ্গে যৌথ ৫৪টি নদীসহ দেশের প্রধান পানির প্রবাহগুলোকে ভারত ফারাক্কা, গজলডোবার মতো বাঁধ দিয়ে মেরে ফেলেছে। প্রয়োজনীয় মুহূর্তে পানি আটকে দেশের খাদ্য নিরাপত্তা ধ্বংস করছে, বর্ষার সময়ে পানি ছেড়ে ফসল নষ্ট করছে, মানুষ হত্যা করছে বলেও অভিযোগ করেন রেজাউল করীম।

তিনি বলেন, ‘আমাদের সরকারগুলো ভারতের অন্যায্য পানি প্রত্যাহার ও বাঁধ নির্মাণ বিষয়ে আন্তর্জাতিকভাবে সমাধান করতে পারেনি। বছরের পর বছর ভারত অব্যাহতভাবে পানি আগ্রাসন চালিয়ে কোটি কোটি মানুষের জীবন-জীবিকা ধ্বংস করছে, দেশের খাদ্য নিরাপত্তা বিনষ্ট করছে। অথচ সরকারগুলো কোনো ধরনের প্রতিকার করতে পারেনি নতজানু পররাষ্ট্রনীতির কারণে।’

আওয়ামী লীগ সরকার এক যুগের বেশি সময় ধরে জনমতকে উপেক্ষা করে ক্ষমতায় আছে বলে অভিযোগ করেন তিনি। দলটি মানুষের ভোটাধিকার হরণ করেছে। খুন-গুমের রাজনীতি করছে বলেও বক্তব্যে অভিযোগ করেন।

বলেন, ‘দেশের তরুণ প্রজন্মকে ধ্বংস করতে মাদকের সয়লাব ঘটাতে মদের লাইসেন্স দিচ্ছে, শিক্ষা থেকে ধর্মীয় শিক্ষাকে সরিয়ে দিচ্ছে। দুর্নীতি, দলীয় কর্মী তোষণের কারণে দ্রব্যমূল্য জনতার নাগালের বাইরে চলে গেছে। মানুষ দুর্ভিক্ষের আশঙ্কায় দিন কাটাচ্ছে, আর সরকার উন্নয়ন দেখিয়ে লুটতরাজ সমাপ্তির উৎসব করেছে।’

এমন অবস্থা থেকে পরিত্রাণের জন্য গণ-আন্দোলনের বিকল্প নেই বলেও মনে করেন চরমোনাই পির।

দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীসহ অন্যরা বক্তব্য দেন।

জমায়েত শেষে গণমিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন