১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আকিজ গ্রুপের কাভার্ড ভ্যানের ভেতরে ফেন্সিডিলের চালান!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৪ অপরাহ্ণ, ২০ জানুয়ারি ২০১৮

ঝালকাঠির নলছিটিতে ‘আকিজ ট্রান্সপোর্ট’র কাভার্ড ভ্যানের ভেতর থেকে ফেন্সিডিলের বিশাল একটি চালান আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। সেই মাদকের সাথে সম্পৃক্ত রাসেল (২১) নামে এক যুবককেও আটক করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই অভিযান করে র‌্যাব।

আটক মো. রাসেল যশোরর বেনাপোল পোট থানার গাতিপাড়া গ্রামের মো. সোলাইমান ওরেফে সলেমানের ছেলে।

বরিশাল র‌্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্ত্বিতে শুক্রবার রাতে বরিশাল-পটুয়াখালী সড়কের মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। ওই সময়ে বরিশাল-পটুয়াখালী সড়ক দিয়ে আকিজ ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যানে করে মাদক জাতীয় দ্রব্য ঝালকাঠি জেলার নলছিটিতে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব আভিযান চালায়।

পরবর্তীতে ওই ভ্যানটি তল্লাশি করা হলে সেটির ভেতরে প্যাকেট করা অবস্থায় ৮৩৭ বোতল ফেন্সিডিলসহ পাওয়া যায়।

এই ঘটনায় সংশ্লিষ্ট নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন