২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আগামীকাল মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মদিন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৭ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০১৯

আগামীকাল (২৫ জানুয়ারি) অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা যুগস্রষ্টা আধুনিক বাংলা সাহিত্যের মহানায়ক মহাকবি মাইকেল মধূসূদন দত্তের ১৯৫তম জন্মদিন। যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের এই মহাপুরুষ।

সাগরদাঁড়ি গ্রামের জমিদার বাবা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবীর কোল আলোকিত করে বাঙালির প্রিয় এ কবি জন্ম গ্রহণ করেন। শৈশবে নিজ গ্রামের মাওলানা লুত্ফর রহমানের কাছে শিশু মধুসূদন শিক্ষা জীবন শুরু করেন। প্রাথমিক শিক্ষা তার মা জাহ্নবী দেবীর কাছ থেকেই শুরু করেছিলেন। মধুসূদন হিন্দুধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তিনি ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার একটি হাসপাতালে মাত্র ৪৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত নাটক শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা, বুড় সালিকের ঘাড়ে রোঁ, পদ্মবতী, কৃষ্ণকুমারী, মায়া-কানন, কাব্য তিলোত্তমাসম্ভব, মেঘনাদবদ প্রথম খণ্ড (মহাকাব্য), মেঘনাদবদ দ্বিতীয় খণ্ড, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা (পত্রকাব্য), চতুর্দ্দশপদী কবিতাবলি উল্লেখযোগ্য।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন