১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আগুনমুখায় ঢেউয়ের তোড়ে স্পিডবোট উল্টে ৫ যাত্রী নিখোঁজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৩ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে ঢেউয়ের তোড়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এতে পাঁচজন যাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই নৌ-দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রিয়াদ বরিশালটাইমসকে বলেন, বিকেলে রাঙ্গাবালী কোরালিয়া ঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট গলাচিপার পানপট্টি ঘাটের উদ্দেশ ছেড়ে যায়। পথিমধ্যে চরের কাছে পৌঁছালে আগুনমুখা নদীর ঢেউয়ের তোড়ে স্পিডবোটটি ডুবে যায়। এতে ১৩ জন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন