১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ০১ এপ্রিল ২০১৯

অনলাইন ডেস্ক:: ভয়াবহ দাবানল থামাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত হয়েছেন। চীনের সিচুয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি সোমবার দুপুরে এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, সিচুয়ান প্রদেশের মুলি কাউন্টিতে শনিবার দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে কয়েক’শ দমকল কর্মী মোতায়েন করা হয়।

কিন্তু রোববার হঠাৎ করেই বাতাসের গতিপথ পরিবর্তন হয়। ফলে বিশাল এক আগুনের বলয় তৈরি হয়। ওই বলয়ে পড়ে ফায়ার সার্ভিসের ৩০ কর্মী নিহত হন। পরে উদ্ধারকারীরা ২৬টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং তারা নিখোঁজ অন্য কর্মীদের খোঁজ চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং জরুরি অবস্থা মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।’’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন