২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

আগৈলঝাড়ায় অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪০ অপরাহ্ণ, ২২ নভেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, আগৈলঝাড়া::: বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব বলেন, শুক্রবার সকালে ক্ষয়ক্ষতির তালিকা করা হয়েছে। তালিকানুযায়ী ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-মামুন রাসেলের মালিকানাধীন ভাড়াটিয়া আনোয়ার সিকদারের ফার্মেসীতে ১২ লাখ টাকা, সুমন মোল্লার এসকে স্যানিটারী দোকানে ৫ লাখ টাকা, সুনীল বিশ্বাসের ফলের দোকানের ১ লাখ টাকা, মনোতোষ মধুর মালিকানাধীন অমর শীলের সেলুনের দোকানে ৫০ হাজার টাকা, পরিমল ঘরামীর ঢাকা ডেন্টাল কেয়ারে ৩ লাখ টাকা, আলমগীর দাড়িয়ার জ্বালানী তেল ও পার্টসের দোকানে ৩ লাখ টাকা, স্থানীয় ইউপি সদস্য সোবহান মিয়ার মালিকানাধীন মনি শংকর ওঝার গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারে ২ লাখ টাকা ও মিঠুন বেপারীর ফার্নিচারের দোকানের ৩ লাখ টাকার মালামাল সম্পূর্ন পুড়ে গেছে।

নয়ন পাণ্ডের সেবা মেডিসিন হাউসের আশিংক পুড়ে গিয়ে ২ লাখ টাকার ক্ষতি হয়। আগুনে ঘর পুড়ে দোকান ঘর মালিক সোবহান মিয়ার ২ লাখ, রাসেল মিয়ার ৬ লাখ ও মনোতোষ মধুর ৫ লাখ টাকার ক্ষতিসহ মোট ৫০ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাজারের জ্বালানি তেল ব্যবসায়ী আনোয়ার দাড়িয়ার দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। গৌরনদী ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং স্থানীয়রা আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন