২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আগৈলঝাড়ায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৯ অপরাহ্ণ, ২৩ জুন ২০২১

আগৈলঝাড়ায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি >> বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে চাকরিজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, মঙ্গল ও বুধবার ২দিন ব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎক, নার্স, সেকমোসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে চাকরিজীবীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মামুন মোল্লা, ডাঃ সৈকত জয়ধর, সেকমো মোঃ মোকলেছুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ মিজানুর রহমান, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, পরিসংখ্যানবিদ মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র নার্স তহমিনা বেগম, সাহিদ সুলতানা, মৃদুলা কর, মাধবী গাইন, আভা করাতী এবং মাধবী লতা রাজিব প্রমুখ।

দুই দিনের প্রশিক্ষণে ৫০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

এব্যাপারে সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন, কর্মরত চাকরিজীবীদের নিজ নিজ পদে দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন