২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আগৈলঝাড়ায় দেশী-বিদেশী বিপুল পরিমাণ মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৮ অপরাহ্ণ, ১৪ জানুয়ারি ২০২২

আগৈলঝাড়ায় দেশী-বিদেশী বিপুল পরিমাণ মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়া প্রতিনিধি >> বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে দেশী-বিদেশী বিপুল পরিমাণ মদসহ এক ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।

আগৈলঝাড়া থানার এসআই ও মামলার তদন্তকারী অফিসার এসআই মিল্টন মন্ডল এজাহারের বরাত দিয়ে জানান, র‌্যাবের টহল সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দেশী-বিদেশী ও চোলাই মদ কেনা বেচার খবরে উপজেলার বাকাল গ্রামের শৈলেন মালাকারের বাড়িতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালায়। র‌্যাবের অভিযান টের পেয়ে পিতর মালাকারের ছেলে শৈলেন মালাকার পালানোর সময় তাকে আটক করে র‌্যাব। পরে তার বসতঘর থেকে এক লিটার বোতলের ৬ বোতল বিদেশী মদ, ১০ বোতল কেরু কোম্পানীর মদ ও বিপুল পরিমাণ চোলাই মদ ও উদ্ধার করে করে র‌্যাব। এসময় শৈলেনকে আটক করে র‌্যাব।

র‌্যাবের কাছে শৈলেন জানিয়েছে, সে দেশী-বিদেশী মদ সরবরাহ করে আগৈলঝাড়াসহ আশপাশের উপজেলায় তা দীর্ঘ দিন যাবত বিক্রি করে আসছে।

এ ঘটনায় আটক শৈলেনকে বৃহস্পতিবার রাতে জব্দকৃত মদসহ থানায় সোপর্দ করে র‌্যাব।’

 

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন