২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী গ্রেফতার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৫ অপরাহ্ণ, ২৩ সেপ্টেম্বর ২০২০

আগৈলঝাড়া প্রতিনিধি:: বরিশালের আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের ফজলুল হক শিকদারের ছেলে বশির শিকদারকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসআই শাহাবুদ্দিন নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে স্ত্রী টুম্পা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের থানায় মামলা দায়ের করেন, যার নং-১৪। গ্রেফতারকৃতকে আজ বুধবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে এসআই শাহাবুদ্দিন বলেন, বশির তার স্ত্রী টুম্পা বেগমকে যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছিলেন। এ কারনে তার স্ত্রী মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে স্বামী বশিরকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

আগৈলঝাড়ায় শিক্ষার্থী অপহরণ মামলার আসামী গ্রেফতার।
আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় অপহরণ মামলার পলাতক আসামী অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের নুরু সরদারের মেয়ে ও গৈলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রোনীর শিক্ষার্থী রিমি আক্তারকে ফুসলিয়ে গত সোমবার বিকেলে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায় বরিশাল সদর থানার কর্নকাঠী গ্রামের আ.লতিফ মুন্সীর ছেলে রাসেল মুন্সী। এঘটনায় ওই শিক্ষার্থীর মা রেহানা বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মঙ্গলবার সকালে অপহরণ মামলা দায়ের করেন, যার নং-১৩। ওই অপহরণ মামলার পলাতক আসামীকে মঙ্গলবার রাতে র‌্যাবের সহযোগীতায় আগৈলঝাড়া থানার এসআই তৈয়বুর রহমান অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে অপহরণকারী রাসেল মুন্সীকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসেন। আজ বুধবার দুপুরে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন