১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আগৈলঝাড়ায় বিষ প্রয়োগে লাখ টাকার পোনা মাছ নিধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১১ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০২১

আগৈলঝাড়ায় বিষ প্রয়োগে লাখ টাকার পোনা মাছ নিধন

পলাশ দত্ত, আগৈলঝাড়া >> বরিশালের আগৈলঝাড়ায় পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছের পোনা নিধনের অভিযোগ করেছেন এক মৎস্য ব্যবসায়ী।

উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের আলমগীর সরদারের ছেলে মাছ ব্যবসায়ী মনির সরদার জানান, ওই গ্রামের ভাষাই মোল্লার একটি পুকুর লিজ নিয়ে গত পাঁচ বছর যাবৎ তিনি মাছের পোনা চাষ করে আসছেন। ওই পুকুরে লাখ টাকার উপরে দেশি বিভিন্ন প্রজাতির মাছের পোনা চাষ করেন।

মঙ্গলবার সকালে পুকুর পাড়ে গিয়ে তিনি পুকুরের সব মাছের পোনা পানির উপরে ভাসা অবস্থায় দেখতে পান। সোমবার রাতের কোন এক সময়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলেও জানিয়েছেন ব্যবসায়ি মনির সরদার। এ ঘটনায় মাছ ব্যবসায়ী মনির সরদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাছ ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার পোনা মাছ মরে গেছে। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন