১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আগৈলঝাড়ায় মাস্ক না পড়ায় ১৪০০ টাকা জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১৯ অপরাহ্ণ, ২৪ নভেম্বর ২০২০

পলাশ দত্ত, আগৈলঝাড়া:: বরিশালের আগৈলঝাড়া উপজেলা ভ্রাম্যমাণ আদালত অভিযানে ৬টি মামলায় ১হাজার ৪শত টাকা জরিমানা করেছেন। এ ছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ব্যবহারের জন্য ইজিবাইক চালকসহ পথচারীদের সচেতনতা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মো.আবুল হাশেম আগৈলঝাড়া উপজেলা সদরের বিভিন্ন স্থানে পথচারী, ইজিবাইক চালক ও ব্যবসায়ীদের করোনাভাইরাস প্রতিরোধে ঘরের বাইরে মাস্ক পরার জন্য সচেতনতা করেন।

এ সময় মাস্ক না পড়ায় ৬টি মামলায় পথচারী, ইজিবাইক চালক ও ব্যবসায়ীকে ১ হাজার ৪শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম।

এসময় উপস্থিত ছিলেন- আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম মিয়া প্রমুখ।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন