২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আঘাত হেনেছে বুলবুল, ২ জনের মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, ০৯ নভেম্বর ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ১০০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের সাগর আইল্যান্ডে এটি আছড়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।

বুলবুলের প্রভাবে স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে সাগর আইল্যান্ড নামের দ্বীপটিতে ভূমিধ্বস দেখা দেয়। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)-এর পক্ষ থেকেও ভূমিধ্বসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাগর আইল্যান্ড থেকে সুন্দরবন হয়ে ঝড়টির বাংলাদেশে প্রবেশের আশঙ্কা করা হচ্ছে।

ওয়ান ইন্ডিয়া-র খবরে বলা হয়েছে, ঝড়টি ইতোমধ্যেই স্থলভাগে ঢুকে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ঝড়ের প্রকোপ বেড়েছে। ইতোমধ্যেই বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গাছপালা ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমাবন্দরের যাবতীয় কার্যক্রম।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের কন্ট্রোল রুমে বসে সামগ্রিক পরিস্থিত পর্যবেক্ষণ করছেন। প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তিনি। ইতোমধ্যেই দেড় লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন