২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আটলান্টিকের বুকে মসজিদ বানালেন প্রবাসী বাংলাদেশিরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, ০১ অক্টোবর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: আটলান্টিক মহাসাগরের তীরে ও স্পেনের অত্যন্ত নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা টেনেরিফ দ্বীপ। অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা এই দ্বীপের প্রেমে পড়ে একটি মসজিদ নির্মাণ করেছেন।

এই দ্বীপে বেশ কয়েকটি মসজিদ ও ইসলামিক কমিউনিটি সেন্টার রয়েছে। সেখানে ‘আস-সুন্নাহ মসজিদ’ নামে একটি মসজিদ নির্মাণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের মহৎ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে মসজিদটি।

আটলান্টিক মহাসাগরের তীরে ঘেষে অবস্থিত টেনেরিফ দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের নিজেদের মিলনকেন্দ্র হিসেবে এ কমিউনিটি সেন্টার ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ইতোমধ্যে মসজিদটিকে আটলান্টিকের বুকে বাংলাদেশি মসজিদ নামে আখ্যায়িত করা হয়।

টেনরিফ দ্বীপে মাত্র ৬০০ বাংলাদেশি বসবাস করেন। এই প্রবাসীরা নিজ উদ্যোগে মসজিদটি নির্মাণ করেছেন। যেখানে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরাও নামাজ আদায় করে থাকেন। পবিত্র জুমার নামাজসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজও আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

জানা যায়, স্পেনের সৌন্দর্যমণ্ডিত সাগর-পাহাড় বেষ্টিত এ টেনেরিফ দ্বীপে মোট জনসংখ্যা ৩ লাখ ৩৯ হাজার। যার মধ্যে ৬০০ প্রবাসী বাংলাদেশি রয়েছে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন