২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মরণে বরিশালে দোয়া

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৫ অপরাহ্ণ, ২১ জানুয়ারি ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক আব্বাস উল্লাহ সিকদারের স্মরণে বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ টিভি বরিশাল অফিসের আয়োজনে মঙ্গলবার (২১ জানুয়ারী) সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আনন্দ টিভির বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদের সভাপতিত্বে এসময় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক এমএম আমজাদ হোসাইন ও সৈয়দ মাহমুদ হোসেন চৌধুরী, বরিশাল টেলিভিশন মিডিয়ার এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কেএম নয়ন, কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন, যুগন্তরের বরিশাল ব্যুরো রিপোর্টার সাঈদ পান্থ, দৈনিক মতবাদের বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সাংবাদিক রিপন হাওলাদার, পিনিউজ২৪ ডটকমের প্রকাশক অনিকেত মাসুদ, বাংলাদেশ টুডের ব্যুরো প্রধান জিহাদ রানা, বাংলাদেশের আলোর ব্যুরো প্রধান এইচআর হীরা, এমএসআই লিমন, পারভেজ সিকদার, অপূর্ব বাড়ৈসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরতরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ শাহাদাত হোসেন।

উল্লেখ্য, আব্বাস উল্লাহ সিকদার গত ১৮ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বনানীতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি একজন সফল মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। এছাড়াও আব্বাস উল্লাহ সিকদার বাংলাদেশে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’র প্রযোজক ছিলেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন