২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডাটা সেন্টার সামিট ১৫ নভেম্বর থেকে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১২ অপরাহ্ণ, ১০ নভেম্বর ২০১৮

তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ডাটা সেন্টার সামিট। আগামী ১৫-১৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি কমপ্লেক্স), খামারবাড়িতে এই সামিট হবে।

আযোজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সামিটের মূল লক্ষ্য দেশের শিক্ষিত শ্রেণিকে ডাটা সেন্টার খাতে উৎসাহিত করা। সময়োচিত ও প্রাসঙ্গিক কারিগরি শিক্ষা দিয়ে এ খাতকে আরও বেগবান করে তোলা।

তথ্য-প্রযুক্তির এই ক্ষেত্রটি সম্পর্কে বিস্তারিত জানাবার জন্য এ বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা, মতামত, প্রশ্নোত্তরপর্ব ইত্যাদি সিম্পোজিয়াম থাকবে সামিটে।

এতে তথ্য ও প্রযুক্তিগত জ্ঞান বিতরণ করবেন আমেরিকা, সুইজারল্যান্ড, ইতালি, ভারত, মালয়শিয়াসহ বিভিন্ন দেশের এবং আমাদের দেশের স্বনামধন্য অগ্রসর বিশেষজ্ঞরা।

সামিট উপলক্ষ্যে আগামী সোমবার বেলা ১২ টায় জাতীয় প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন