২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

‘আ’লীগের ক্যাডাররা প্রকাশ্যে নৌকায় সিল পিটিয়েছে’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০০ অপরাহ্ণ, ২৫ মার্চ ২০১৯

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক ও সাবেক এমপি শেখ টিপু সুলতান অভিযোগ করেছেন, ‘বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাচনে প্রশাসনের প্রত্যক্ষ মদদে সরকারি দলের ক্যাডাররা প্রকাশ্যে ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল পিটিয়ে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোজাম্মেল হক ফিরোজের বিজয় ছিনিয়ে নিয়েছে।’ সোমবার (২৫ মার্চ) দুপুরে নগরীর ফকিরবাড়ি রোডে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘বাবুগঞ্জ উপজেলায় এক লাখ ১৫ হাজার ১৬২ জন ভোটারের মধ্যে ২০ ভাগ ভোটারও ২৪ মার্চ কেন্দ্রে যায়নি। সেখানে কী করে নৌকা প্রতীকের প্রার্থী ৩৮ ভাগ ভোট পেলো। ২০টি কেন্দ্রে পুলিশ, র‍্যাব ও বিজিবির নিরবতায় এবং প্রশাসনের প্রত্যক্ষ মদদে সরকারি দলের ক্যাডার বাহিনী কেন্দ্র দখল করে ভোট পিটিয়েছে।’ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করে কোনও প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শেখ টিপু সুলতান আরও বলেন, ‘ওয়ার্কার্স পার্টির প্রার্থী শুধু জয়ের জন্য নির্বাচন করেননি। ভোট কেন্দ্র বিমুখ ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনার জন্য স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এভাবে স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র দখল করে জনগণের ভোটাধিকার হরণ করা হলে জনগণের মধ্যে স্থায়ীভাবে অনাস্থাবোধ সৃষ্টি হবে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।’

এ সময় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও জেলা কমিটির সদস্য বাবুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএম শাহজাহান প্রমুখ।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন