১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আল-আকসা মসজিদের ইমামকে আটক করল ইসরায়েল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ৩১ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাইদ সাবরিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে তার বাসভবনে ইসরারেলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা হানা দেয় এবং তাকে আটক করে।

ইসরায়েলি বাহিনী এর আগেও বেশ কয়েকবার শেখ সাবরির বাড়িতে অভিযান চালিয়েছে এবং আল-আকসা মসজিদ থেকে বের করে দিয়েছে। ইসরায়েলের অভিযোগ, মসজিদে নামাজ পড়তে মুসল্লিদের উসকানি দেন তিনি। আল-আকসা মসজিদে নামাজে ইসরায়েলি বিধিনিষেধ প্রত্যাখ্যান করে আসছেন শেখ সাবরি। তিনি ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন আগামীতে যেকোনো ধরনের হুমকি থেকে আল-আকসা মসজিদকে রক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে।

আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে আটকের মাধ্যমে পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশ ও এবাদতের অধিকার লঙ্ঘন করা হয়েছে। মুসলমানদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে।

সূত্র: এএ।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন