২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

আশা করছি আগের রাতে ভোট হবে না: হাজী মিলন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ২৭ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘আশা করছি এবার আর আগের রাতে ভোট হবে না। আগের রাতে ভোট না হলে লাঙ্গল জয়ী হবে। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। আশা করছি ভোট নিরপেক্ষ হবে। ভোটাররা যদি ভোট দিতে পারেন, তাহলে আমি জয়ী হব ইনশাআল্লাহ।’

কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলন এসব কথা বলেন।

আগের রাতে ভোট হয় অভিযোগ করে তিনি আরও বলেন, ‘গেল সিটি কর্পোরেশন নির্বাচনে আগের রাতে ভোট হয়েছে। তাই জনমত যাচাইয়ের সুযোগ ছিল না। সরকার না চাইলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না।’

শেষ পর্যন্ত ভোটযুদ্ধে মাঠে থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘জয়ের জন্যই মাঠে নেমেছি। নির্বাচন সুষ্ঠু হলে আমিই জিতব। কারণ আমি ঢাকার বাসিন্দা, আমার একটা পরিচিতি আছে। আওয়ামী লীগ ও বিএনপির ভোটের বাইরে ৬০ শতাংশ ভোট আছে, এই ভোটই আমার শক্তি।’ মহাজোটের শরিক হিসেবে শেষ পর্যন্ত মাঠে থাকবেন কিনা জানতে চাইলে মিলন বলেন, ‘আমরা ভোটযুদ্ধে আছি, শেষ পর্যন্ত মাঠে থাকব।’

তিনি বলেন, ‘মহাজোটের শরিক হিসেবে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল। আমরা দক্ষিণের মেয়র ও দুই সিটিতে কিছু কাউন্সিলর চেয়েছিলাম। কিন্তু তারা কিছুই দেয়নি। দলের সিদ্ধান্তেই আমি নির্বাচন করছি।’

নির্বাচনী প্রচারে বাধার সম্মুখীন হচ্ছেন কিনা জানতে চাইলে জাতীয় পার্টির এই মেয়র প্রার্থী বলেন, ‘কারও বিরুদ্ধে আমার সুনির্দিষ্ট জোরালো কোনো অভিযোগ নেই। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কোথাও পোস্টার লাগাতে দেয়া হয়নি। প্রচারেও নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে।’

নিজেকে শতভাগ সৎ প্রার্থী দাবি করে মিলন বলেন, ‘আমার কোনো অবৈধ টাকা নেই। সে কারণে প্রচারে কিছুটা হয়তো পিছিয়ে আছি। তারপরও নেতাকর্মীরা নিজেদের টাকা খরচ করে আমার নির্বাচন করছে।’ ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘ইভিএমে আমি কোনোদিন ভোট দেইনি। অভিজ্ঞতা নেই। ইভিএমে আমার কোনো আপত্তিও নেই। তবে যে পদ্ধতিতেই হোক, নির্বাচন সুষ্ঠু হতে হবে।’

এর আগে নির্বাচনী ইশতেহারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে ১৬টি অঙ্গীকার বাস্তবায়ন করবেন বলে জানান হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

মেয়র হলে তিনি বেতন-ভাতা নেবেন না, বরং নগরবাসীকে সুন্দর সিটি উপহার দেবেন। মিলনের নির্বাচনী ইশতেহারে তার প্রথম প্রতিশ্রুতি হল রাজধানী ঢাকাকে যানজটমুক্ত রাখা, নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহ, মশা-মাছিমুক্ত পরিচ্ছন্ন ঢাকা উপহার, সড়কদ্বীপে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসন, ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী, দূষণমুক্ত করে বুড়িগঙ্গা নদী রক্ষা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, সিটি কর্পোরেশনের আয়ের নতুন খাত সৃষ্টি, নগরবাসীর ট্যাক্স না বাড়ানো, ভাড়াটিয়াদের স্বার্থ সংরক্ষণ, রাজধানীকে ভিক্ষুকমুক্ত, সিটি কর্পোরেশনের রাস্তাঘাট চলাচল উপযোগী, রাজধানীকে হরতালমুক্ত করে আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন আজাদ, সুলতান মাহমুদ, মোস্তাকুর রহমান মোস্তাক, ফখরুল আহসান শাহজাদা, আলমগীর হোসেন, শারমিন পারভীন লিজা, একেএম আশরাফুজ্জামান খান, মিজানুর রহমান মিরু, জাহাঙ্গীর আলম প্রমুখ সংবাদ সম্মেলনে ছিলেন।

পরে রাজধানীর গুলিস্তান থেকে শুরু করে নয়াবাজার, রায়সাবাজার, ইংলিশ রোড, কোর্টকাছারি, বাংলাবাজার, নর্থসাউথ রোড, সদরঘাট, লক্ষ্মীবাজার, টিপু সুলতান রোড, ওয়ারী, টিকাটুলীতে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন হাজী মিলন।

অব্যাহিত : দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় যুব সংহতির শ্যামপুর থানা সভাপতি মারুফ হাসান মাসুম এবং লালবাগ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন