১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আস্ত পাইথন গিলে বিপাকে ১২ ফুটের কোবরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ১৯ নভেম্বর ২০১৯

পৃথিবীর ভয়ঙ্কর সাপগুলোর অন্যতম পাইথন ও কোবরা। পাইথন নিজের শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে ধরে শত্রুকে। তার পর আস্ত গিলে খায়। আর কোবরার বিষাক্ত ছোবল কারো প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।

তবে এই দুই সাপ যখন নিজেদের মুখোমুখি হয়, তখন কেমন হয় তাদের লড়াই? সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যায়, ১২ ফুটের একটি কোবরা গিলে খেয়েছে আস্ত পাইথনকে। শুধু পাইথনের লেজের অংশ বেরিয়ে আছে কোবরার মুখের বাইরে। এই উল্টো পুরাণই অবাক করেছে নেটিজেনদের।

ঘটনাটি ঘটেছে ফিলিপাইনের মিনদানাও দ্বীপে। পাইথনকে গিলে খাওয়ার এই ঘটনা দেখে রীতি মতো বিস্মিত সেখানকার মানুষজন। সেখানকার এক বাসিন্দা বলেছেন, আমাদের এই এলাকায় প্রচুর সাপ রয়েছে। কোবরার কামড়ে আমাদের অনেক মানুষের প্রাণ যায়। কিন্তু আমরা এই প্রথম দেখলাম কোবরা গিলে খেল পাইথনকে।

তবে বিষধর কোবরাকে দেখে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসীরা। তখন তার পেট থেকে পাওয়া যায় আস্ত পাইথন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন