২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আহমেদ মুন্না’র কলামঃ ‘আলোক ঝর্ণাধারার প্রত্যাবর্তন’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ০৮ জুন ২০২১

“আলোক ঝর্ণাধারার প্রত্যাবর্তন”
✪_____________আহমেদ মুন্না

তিনি আবার বরিশাল প্রত্যাবর্তন করছেন। তবে জেলাপ্রধান হয়ে নয়, এবার তিনি আসছেন বিভাগপ্রধান হয়ে। একদা সফল বরিশাল পুলিশ সুপার থেকে ঢাকায় গিয়ে পদোন্নতি পেয়ে সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল হয়ে অবশেষে তিনি আবার বরিশাল আসছেন রেঞ্জ ডিআইজি’র দায়িত্ব নিয়ে। তাঁর এই রাজসিক প্রত্যাবর্তন বরিশাল বিভাগের মানুষের জন্য নিঃসন্দেহে অপার আনন্দ এবং সৌভাগ্য বয়ে আনবে। কারণ, তিনি যে আর কেউ নন; তিনি পুলিশের গর্ব আলোকিত একজন মহৎপ্রাণ মানুষ এস এম আক্তারুজ্জামান। বাংলাদেশ পুলিশ বাহিনীর যে অল্প কয়জন অফিসার তাদের মেধা, নিষ্ঠা, সততা ও সেবার দ্বারা সাধারণ মানুষের কাছে দেবতুল্য হয়েছেন, গোটা পুলিশ বাহিনীর গর্বের প্রতীক হয়েছেন, তাদের মধ্যে অন্যতম এস এম আক্তারুজ্জামান।

চৌকস এই বহুব্রীহি পুলিশকর্তা বরিশাল পুলিশ সুপার থাকাকালীন বিভিন্ন সফলতা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে গিয়েছিলেন, যা জেলাবাসীর কাছে আজও স্মরণীয় হয়ে রয়েছে। তিনি একাধারে দুষ্টের দমনে যেমন ইস্পাত কঠিন, ঠিক তেমনি শিষ্টের পালনে কুসুম কোমল হৃদয়ের অধিকারী। ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই সৃষ্টিশীল মানুষটা একাধারে একজন শিক্ষাবিদ, লেখক, সংগঠক, ক্রীড়াবিদ এবং ভালো কণ্ঠশিল্পীও বটে। কর্মক্ষেত্রে এবার আরও বড় গুরুদায়িত্ব নিয়ে বরিশালে তাঁর প্রত্যাবর্তন নিশ্চয়ই সৃষ্টি করবে নতুন আলোর দিগন্ত। তাঁর পেশাদারিত্বে রচিত হবে আলোক ঝর্ণাধারার নতুন ইতিহাস। অধীর আগ্রহে সেই অনাগত ও অনিবার্য ইতিহাস লেখার অপেক্ষায় রইলাম বরিশালে পদায়নকৃত নতুন ডিআইজি মান্যবর প্রিয়জন এস এম আক্তারুজ্জামানের জন্য।

লেখাঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না (আহমেদ মুন্না)
সাংবাদিক, কলামিস্ট, কবি ও মানবাধিকারকর্মী।
বাবুগঞ্জ ৭ জুন, ২০২১ খ্রিস্টাব্দ।

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন