১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আহমেদ মুন্না’র প্রতিবাদী কবিতা: “আমি হারকিউলিস হতে চাই”

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ১২ এপ্রিল ২০১৯

আহমেদ মুন্না’র প্রতিবাদী কবিতা:
“আমি হারকিউলিস হতে চাই”

আমার বোন নুসরাত মাদ্রাসা ছাত্রী তাই-
ধর্ষণচেষ্টার পরে আগুনে পুড়িয়ে মারা হলেও
প্রতিবাদে রাস্তায় নামেনি,
কোনো প্রগতিশীল কিংবা মুক্তচিন্তাবিদরা!
টিভির টকশোতে ঝড় তোলেনি,
সুলতানা কামাল আর আসিফ নজরুলরা!

আমার বোন নুসরাত বোরখা পড়তো তাই-
লালটিপওয়ালী নারীবাদীরা নামেনি রাস্তায়!
সুডৌল স্তনযুগল দুলিয়ে করেনি চীৎকার,
রাজপথ এফোঁড় ওফোঁড় করে হয়নি হাহাকার!
চেতনাধারীরা অবরোধ করেনি শাহবাগ মোড়,
ইমরান সরকার, লাকি কিংবা ভিপি নূর!
বিক্ষোভ মিছিল হয়নি; হয়নি মানববন্ধন,
মুখে কুলুপ এঁটেছে মানবাধিকার সংগঠন!

ধর্ষক খুনি সিরাজ ধর্মের লেবাসধারী তাই-
ফতোয়া দেয়নি দেওয়ানবাগী-কুতুববাগীরা,
ঢাকা অবরোধ করেনি চরমোনাই পীর-মুরিদরা!
জাকেরান-আশেকান, আটরশি-চৌদ্দরশি,
ফরিদপুরী-চাঁদপুরী, জৈনপুরী-সৈয়দপুরী,
চিশতিয়া-কাদেরিয়া আর হেফাজত-তরিকত,
ইসলাম রক্ষার বাহিনীরা আজ নীরব দর্শক!

আমার বোন নুসরাত বিচার চেয়েছিল তাই-
নিপীড়নের পরে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল!
খুনির দল প্রকাশ্য রাস্তায় উল্লাস করেছিল!
ধর্ষক মুক্তির নামে রাষ্ট্রের মুখে জুতা মেরেছিল!
আইন-বিচারকে ওরা উত্থিত শিশ্ন দেখিয়েছিল!

তাই আজ আমি কোনো এজাহার চাই না,
পোস্টমর্টেম রিপোর্ট আর চার্জশিট চাই না,
তদন্ত কমিটির দফায় দফায় তামাশা চাই না,
কালো কোটওয়ালাদের জেরা-শুনানি চাই না,
বিচারের আশায় তারিখের পর তারিখ চাই না!

আজ আমি একজন হারকিউলিস হতে চাই!
বোনের নিরাপত্তায় ব্যর্থ এক ভাই হিসেবে,
আমি শুধু লজ্জা আর শাপমুক্ত হতে চাই!
লম্পট সিরাজদের ধর্ষণযন্ত্র ছিন্নভিন্ন করে,
লাশটা রাস্তার শিয়াল-কুকুরকে খাওয়াতে চাই…!!

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন