২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ-লুটপাটে রণক্ষেত্র

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২৭ অপরাহ্ণ, ১৭ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের আট জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে। গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই এলাকার মৃত মোজাহার আলীর ছেলে সোহেল রানা এবং আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মোক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বিবদমান ওই দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাওয়া-পাল্টাধাওয়া এবং বাড়িঘর ভাঙচুর হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

সোহেল রানা জানান, মিন্টু বিশ্বাসের ভাই সেন্টু বিশ্বাসের নেতৃত্বে ইয়াকুব বিশ্বাস, কবির মেম্বার,জিয়াউল মুন্সি তাদের দলবল নিয়ে প্রথমে তার বাড়ি ভাঙচুর করে ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এরপর তার ভগ্নিপতি মিজানুর রহমানের বাড়িতে গিয়ে মোটরসাইকেল, ঘর ও ঘরে থাকা নগদ এক লাখ টাকা লুট করে। এসময় তার বিয়াই সানাউল্লা, রেজাউল ও সাইদুলের বাড়িঘরও ভাঙচুর করা হয়।

তবে মিন্টু বিশ্বাস জানান, ঘটনাস্থলে তিনি ছিলেন না।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর পরই উভয়পক্ষের আট জনকে আটক করা হয়েছে। উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ জানান, ‘সংঘর্ষের বিষয়টি জানার পর সাংগঠনিকভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন