২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ইউপি নির্বাচন: শান্তিপূর্ণ ভোট হলেও বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ২১ জুন ২০২১

ইউপি নির্বাচন: শান্তিপূর্ণ ভোট হলেও বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল জেলার ৯ উপজেলার ৫০ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বর পদে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রে ভোটারদের খুব একটা উপস্থিতি নেই। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বরিশাল সদর উপজেলার ৪, বাবুগঞ্জে ৪, গৌরনদীতে ৭, বানারীপাড়ায় ৭, বাকেরগঞ্জে ১১, হিজলায় ৪, মেহেন্দিগঞ্জে ২, মুলাদীতে ৬ এবং উজিরপুরে ৬ ইউনিয়ন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৪৬৩ জন।

এর মধ্যে নারী চার লাখ ৫২ হাজার ৩৩০ এবং পুরুষ ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন।

৯ উপজেলায় ৫০ ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৭৪ এবং ভোটকক্ষের সংখ্যা দুই হাজার ৯৬৮টি।

এ ছাড়া বরিশাল জেলার সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর এবং গৌরনদীর বাটাজোর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

বরিশালের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বরিশালটাইমসকে বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। কেউ কোনোরকম অভিযোগও করেননি।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন