২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ইপসন এর সাশ্রয়ী মূল্যের প্রজেক্টর Epson EB-S05

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৫ অপরাহ্ণ, ০৫ ডিসেম্বর ২০১৯

প্রজেক্টর হলো একটি ইলেকট্রোনিক যন্ত্র যার মাধ্যমে কম্পিউটারের কোন । প্রজেক্টর বর্তমানে সব ধরনের প্রতিষ্ঠানেই দেখা যায়। এর মাধ্যমে তথ্য, ছবি, ভিডিও বড় স্ক্রিনে মাধ্যেমে দেখানো হয়। বিভিন্ন সভা, সেমিনার, ওয়ার্কশপ, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার দেখা যায়। বাজারে বিভিন্ন কোম্পানির প্রোজেক্টর পাওয়া যায় যাদের মধ্যে ইপসন, হিটাচি, এসার অন্যতম। তার মধ্যে ইপসন একটি জনপ্রিয় ব্রান্ড। আর তার মধ্যে সবচেয়ে সাশ্রয়ী প্রজেক্টর হল Epson EB-S05। চলুন দেখে নেই এই প্রোজেক্টর সম্পর্কে কিছু তথ্য

প্রজেকসন মেথডঃ এলসিডি

রেজুলেশনঃ SVGA 800 x 600

ইমেজ সাইজঃ ৩০”-৩৫০”

ব্রাইটনেসঃ ৩২০০ লুমেন্স

লেন্সঃ অপটিকাল

অডিওঃ বিল্ট-ইন

ডাইমেনসনঃ 302‎ x 237 x 82 mm মিমি

স্ক্রিন দূরত্বঃ 1.77 m – 2.4 Meter

বর্তমানে এই প্রজেক্টরটি বিভিন্ন প্রতিষ্ঠান এ ব্যাবহার করা হচ্ছে। ইপসন ব্রান্ড এর Epson EB-S05 এর মূল্য ২৯,৯০০ টাকা যা আপনি লোকাল মার্কেট ও অনলাইন শপগুলোতে পাবেন।

তথ্যসূত্রঃইপসন, বিডিস্টল

 

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন