২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ইফতার বিতরণ করে অমুসলিমের বিশ্বরেকর্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪৪ অপরাহ্ণ, ০১ জুন ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রমজান মাসে ইফতার বিতরণ করে বিশ্বরেকর্ড গড়েছেন যোগিন্দর সিং সেলারিয়া। ভারতের গুরুদাসপুরের এই বাসিন্দা পেহাল চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা। দুবাই ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রতিষ্ঠিত তার কোম্পানির নাম পেহাল ইন্টারন্যাশনাল।

রমজান মাসে কোম্পানির কার্যালয়ের সামনে নিয়মিত নিরামিষ ইফতার বিতরণ করেন যোগিন্দর সিং সেলারিয়া। তার এই দাতব্য কাজ এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। রেকর্ডের নাম ‘লংগেস্ট লাইন অব হাংগার রিলিফ প্যাকেজ’।

যোগিন্দর সিং বলেন, মানুষের জীবনযাত্রাকে বদলে দেয়া এবং তাদের মুখে হাসি ফোটানোর যাত্রায় এটি আমাদের জন্য অবিশ্বাস্য একটি মুহূর্ত। আমাদের মূল লক্ষ্য মানুষকে বিশুদ্ধ নিরামিষ খাবার খাওয়ানো যাতে তারা সুস্থ থাকে। এর মাধ্যমে আমরা প্রাণীদের রক্ষা করতে চাই। আমরা আনন্দিত মানুষ আমাদের সঙ্গে অংশ নিয়ে এ বার্তা সবার কাছে ছড়িয়ে দিচ্ছে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন