২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ইভিএমে ভোট নিয়ে বিতর্কিত মন্তব্য: ক্ষমা চাইলেন সেই আ’লীগ নেতা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০৭ অপরাহ্ণ, ০৩ আগস্ট ২০২২

ইভিএমে ভোট নিয়ে বিতর্কিত মন্তব্য: ক্ষমা চাইলেন সেই আ’লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ‘স্যরি’ বললেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নেতা জোবায়দুল হক রাসেল। আজ বুধবার বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের কাছে তিনি ‘স্যরি’ বলেন। এসময় জেলা নির্বাচন কর্মকতা খান আবি শাহনুর খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা তারিকুল ইসলাসহ নৌকা মার্কার চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ও চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী এসএম মহাসিন, বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারফ হোসেন খান উপস্থিত ছিলেন।

বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার প্রার্থীর একটি সভায় ওই আওয়ামী লীগ নেতা ইভিএম নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে নির্বাচন কমিশনকে বিপাকে ফেলে দেন। তার এ বক্তব্য সোস্যাল মিডিয়ায়সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত হয়। এরপর গত ২৫ জুলাই নির্বাচন কমিশন ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেন।

বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তদন্ত শুরু হয়। এবং তা চলে বেলা ১ টা পর্যন্ত। তদন্ত কর্মকর্তা ওই আ’লীগ নেতার লিখিত বক্তব্য নেন।

এরপর তদন্ত কর্মকর্তা সরেজমিন তদন্তের জন্য নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নে যান।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন