১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ইভিএম-এ ভোট দিতে পেরে পিরোজপুরের খুশি ভোটাররা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:: দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে পিরোজপুর পৌরসভায় সকাল ৮ থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে । পিরোজপুরে এই প্রথমবার ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে। আধুনিক এই পদ্ধতিতে ভোট দিতে পেরে খুশি সাধারণ ভোটাররা।

রাহিমা বেগম নামে এক ভোটার বরিশালটাইমসকে বলেন, ‘টিব দিলেই ভোট হয়ে যায়। কোনো কষ্ট নাই, ঝামেলা নাই। ভোট পচারও কোনো ভয় নাই। এইডাই ভালো।’

নূর ইসলাম নামে এক ভোটার বলেন, ‘খুবই সহজ পদ্ধতিতে ভোট দিলাম। আমরা খুশি’

এ পৌরসভায় মেয়র এবং একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় ৮টি সাধারণ কাউন্সিলর এবং ৩ টি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ভোট হচ্ছে। সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। পিরোজপুর পৌরসভায় ২৬ টি ভোটকেন্দ্রে মোট ৪৫ হাজার ১৮৫ জন ভোটার সকাল ৮ টা থেকে ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রদান করবেন। তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।

ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন