২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ইলিশের কেজি ৭০০ টাকা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০০ অপরাহ্ণ, ২৫ জানুয়ারি ২০২০

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে বড় বড় ইলিশের ছড়াছড়ি। শুধু তা–ই নয়, ইলিশের আকারভেদে দামও মৌসুমের তুলনায় অর্ধেকরও কম। তবে এসব ইলিশ চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ধরা নয়। এগুলোর বেশির ভাগই আসছে ভোলা, বরিশাল, নোয়াখালীসহ দক্ষিণাঞ্চল থেকে। ঘাটে ইলিশের স্তূপ। সেই তুলনায় ক্রেতা একেবারেই কম।

গতকাল শুক্রবার বিকেলে সরেজমিন মাছঘাটে দেখা গেছে, চাঁদপুর মাছঘাটে বড় বড় তাজা ইলিশ প্রচুর। ক্রেতার সংখ্যা হাতে গোনা।

চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘এটা অস্বাভাবিক বিষয় নয়। কারণ, আমরা বিগত সময়ে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় যেভাবে কাজ করেছি, এটা তারই ফল। শুধু মৌসুমজুড়ে ইলিশ নদীতে যাবে, তা আগে ছিল না। আগে সারা বছরই ইলিশ পাওয়া যেত। এখন সেটাই হচ্ছে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন