১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

ইলিশ ছিনতাই করতে গিয়ে এএসআই আটক!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৮ অপরাহ্ণ, ১৯ অক্টোবর ২০১৮

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানারা বিরুদ্ধে মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলার পদ্মা নদীতে গিয়ে জেলেদের ইলিশ মাছ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে জেলে ও স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করেছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে এএসআই সোহেল রানাকে লৌহজং থানায় সোপর্দ করা হয়। এ সময় সোহেলের দুই সহযোগী মো. মোহন (২৪) ও লিটন শেখকে (২২) পুলিশে দেওয়া হয়। তাদের বাড়ি সিরাজদিখান উপজেলার জৈনসারে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি জানান, পদ্মা নদীতে জেলেদের কাছ থেকে জোরপূর্বক ইলিশ নেওয়ার সময় স্থানীয় জনতা ও জেলেরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এএসআই  সোহেলের সঙ্গে আরও দুইজন ছিল, তারাও আটক আছেন।

ওসি জানান, এর আগেও এএসআই সোহেল এখানে এসে মাছ ও টাকা নিয়ে গেছে। পরবর্তী সময়ে জেলেরা খোঁজ নিয়ে দেখেন, তিনি মুন্সীগঞ্জ জেলার পুলিশ নন।

শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানায়, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। জেলেদের কাছ থেকে জোরপূর্বক মা ইলিশ ও টাকা আদায় করার সময় জনতা ও জেলেরা এএসআই  সোহেল রানাকে ধরে পুলিশে দেয়।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন