২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

ইসরায়েলের মরুভূমিতে প্রাচীন জাহাজ চিত্র

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ১২ নভেম্বর ২০১৮

ইসরায়েলের দক্ষিণে অবস্থিত নেগেভ মরুভূমিতে হারিয়ে যাওয়া শহরে একটি জলাধার আবিষ্কার করা হয়েছে যেখানে পাওয়া গেছে জাহাজের খোদাই ছবি।

রোমান যুগের ওই জলাধারটি ৩৯ ফুট গভীর। দেশটির বিয়ার শেভার নেগেভ শহরের পুরাতাত্ত্বিক কর্তৃপক্ষ খনন করে বের করে জলাধারটি। এক বিবৃতিতে কর্মকর্তারা বলেন, ‘ওপর থেকে গভীরে নেমে যাওয়া প্লাস্টার করা সিঁড়িগুলো পরিষ্কার করার পর খিলানের গায়ে ছবিগুলো উন্মোচিত হয়।’

খিলানটির প্লাস্টার করা দেওয়ালে খোদাইকৃত সরু লাইনে ছবিগুলো আঁকা। নিবিড় পর্যবেক্ষণের পর প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন যে খিলানে সরু রেখায় নৌকা, একজন নাবিক এবং প্রাণি সদৃশ কিছু শরীরী কাঠামো বিদ্যমান।

দেশটির গ্রাফিতি ও রক আর্টে বিশেষজ্ঞ ড. ডেভিডা আইজেনবার্গ ডেগেন’র মতে, খিলানের গায়ে যাঁরা খোদাই করে ছবি এঁকেছিলেন তাঁদের জাহাজ নির্মাণের জ্ঞান ছিল। সম্ভবত জলাধারের আশপাশে রোমানদের বসবাস ছিল বলে উল্লেখ করেন তিনি।

প্রত্নতাত্ত্বিকরা সেখানে প্রথম বিশ্বযুদ্ধের গোলাবারুদের শেল এবং অস্ত্রের ভাঙা অংশ পেয়েছেন। এগুলো দেশটির সর্বশেষ পুরাতাত্ত্বিক আবিষ্কার বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন