১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, নোবিপ্রবির দুই ছাত্র বহিষ্কার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৬ অপরাহ্ণ, ২৮ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া দুই ছাত্র হলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিক মজুমদার ও ফার্মেসী বিভাগের শিক্ষার্থী দীপ্ত পাল। তারা দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ করায় তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হয়েছে।

সেই সঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং আইসিটি আইনে মামলা হবে না, তা ২ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই তাদের স্থায়ী বহিষ্কার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবারও শিক্ষার্থীরা একই দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন